• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ডাকযোগে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এলো গাঁজার কেক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

যুক্তরাষ্ট্র থেকে ডাকযোগে খেলনার প্যাকেটে নতুন ধরনের গাঁজা পাঠিয়েছে অজ্ঞাতনামা মাদক কারবারিরা। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারুকী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মকর্তারা একটি কার্টনের ভেতর ছয়টি প্যাকেটের মধ্যে থেকে এক হাজার ৩৫০ গ্রাম কুশ উদ্ধার করেন। একই কার্টনের ভেতরে ২৮ গ্রাম করে ওজনের ৯টি গাঁজার চকলেট উদ্ধার করা হয়। গাঁজার কেক উদ্ধার করা হয় ১০টি, প্রতিটির ওজন ৬০ গ্রাম। সবগুলোই যুক্তরাষ্ট্রে তৈরি। মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, গত রোববার বাংলাদেশ ডাক বিভাগের প্রধান কার্যালয় জিপিওতে ডাক যোগে আসা পার্সেলটি দেখে সন্দেহ তৈরি হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যাচাই-বাছাই করে মাদক শনাক্ত করে। পার্সেলটিতে দেওয়া ঠিকানা ভুয়া হলেও একটি মোবাইল নাম্বারের সূত্র ধরে ঢাকার আশুলিয়া থেকে রাশেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তার তথ্যানুযায়ী, এর সঙ্গে জড়িত রমজান ও এমরান নামে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। এর সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মাদক কেনা বেচায় মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত করা হবে। যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের মাদক কার মাধ্যমে আসে, কারা সেবন করে, সে বিষয়গুলো তারা নিশ্চিত হতে পারেননি। গ্রেফতার তিন ব্যক্তিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান অধিদফতরের মহাপরিচালক।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর