• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

স্বামীকে হত্যা, কথিত প্রেমিকসহ রোহিঙ্গা নারী কারাগারে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে স্বামী হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী ও তার কথিত প্রেমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন। এর আগে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৫। কারাগারে যাওয়া অভিযুক্তরা হলেন- উখিয়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আসমিদা বেগম ও টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নজির হোসেন বাহাদুর প্রকাশ বাহাদুল্লাহ। র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গত ৫ এপ্রিল কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আসমিদা বেগম পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামী সলিমকে গুলি করে এবং ঘটনার পরদিন ভিকটিম সলিম চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ভিকটিমের বাবা মীর আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন থেকেই উক্ত হত্যাকাণ্ডে জড়িত নিহতের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১৫ সচেষ্ট ভূমিকা পালন করে আসছিলো। অবশেষে কথিত প্রেমিক নজির হোসেন বাহাদুর প্রকাশ বাহাদুল্লাহ এবং ভিকটিমের স্ত্রী আসমিদা বেগমকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে। উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, র‌্যাব কথিত প্রেমিকসহ ঐ রোহিঙ্গা নারীকে উখিয়া থানায় হস্তান্তর করলে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর