• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আটককৃত অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তাকে আদালতে নেয়া হয়েছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে আটককৃত পাবনায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে আদালতে নেয়া হয়েছে। শুক্রবার দুপুর ২টার পর তাদের আদালতে নেয়ার প্রক্রিয়া শুরু করে পুলিশ। সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, আটককৃত তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে একটি জিডি করা হয়েছে। সেই জিডি মূলে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, দুপুর ২টার দিকে তাদের নিয়ে সাঁথিয়া থেকে আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশের গাড়ি। আর্থিক সংশ্লিষ্ট অনিয়ম হওয়ায় এ বিষয়ে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম সাঁথিয়ায় উপজেলার কাশিনাথপুর শাখায় যায়। সেখানে টাকার হিসাব করার সময় ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে। এ বিষয়ে ঐ শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরকে অভিযুক্ত করে সাঁথিয়া থানায় অভিযোগ দেয় পরিদর্শক টিম। পরে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে অভিযুক্ত তিনজনকে আটক করে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর