• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মেহেরপুরে সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা রেকর্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

মেহেরপুরে শনিবার দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকেল তিনটায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিকে প্রচণ্ড গরমের মাঝে তৃষ্ণা নিবারণের লক্ষ্যে মেহেরপুর জেলা শহরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান উপস্থিত থেকে শরবত বিতরণ করেন। শরবত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেখ মোমিন,রাশেদুজ্জামানসহ মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রচণ্ড তাপদাহের কারণে এ জেলার সর্বত্রই গাছ-গাছালি ও ক্ষেত-খামারের পাতা শুকিয়ে যাচ্ছে। প্রাণীকূল হাঁসফাঁস করছেন। প্রচণ্ড গরমে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর