• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপির নির্বাচন ২৮ এপ্রিল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (২৮ এপ্রিল)। এরইমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। উপজেলার এই পাঁচ ইউনিয়ন হলো- ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ। সুষ্ঠু প্রক্রিয়ায় ভোটগ্রহণে এরইমধ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিংসহ নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তুতি রয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নিয়োগকৃত দুইজন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা হলেন- জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ইজারুল হক ও কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল্লাহ নিজামী। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, এই নির্বাচনে ৪৭ জন প্রিসাইডিং কর্মকর্তা (অতিরিক্ত আরো ১০ জন), ২৪১ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা (অতিরিক্ত আরো ২৪ জন), ৪৮৪ জন পোলিং অফিসার (অতিরিক্ত আরো ৪৮ জন)সহ প্রয়োজনীয় ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মতে আগামীকাল রোববার ঈদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উল্লেখ্য, কক্সবাজার সদর উপজেলা থেকে পৃথক হয়ে পাঁচ ইউনিয়ন নিয়ে ঈদগাঁও উপজেলা গঠিত হয়। গঠন পরবর্তী উক্ত ইউনিয়নগুলোতে এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য উপজেলার জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ভোট নিয়ে আগ্রহের কমতি নেই। উপজেলার এই পাঁচ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৮ হাজার ৭৫৮। সেখানে পুরুষ ভোটার ৪৮ হাজার ২৪৬ ও মহিলা ভোটার ৪০ হাজার ২১২ জন। এতে ভোটকেন্দ্র রয়েছে ৪৭টি, ভোট কক্ষ ২৪১টি এবং অস্থায়ী ভোট কক্ষ ৪টি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর