• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বড় ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করে ছোট ভাইকে অপহরণ, গ্রেফতার ৩

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ মে ২০২৪  

বড় ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব করে ছোট ভাইকে অপহরণ করার ঘটনায় চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীর একটি দল। এ সময় অপহৃতকেও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৫। বিজ্ঞপ্তিতে জানান হয়, গত ৮ মে দিবাগত রাত ২ টায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন তেঘর সাকিনস্থ মামলার আসামি মো. কাওছার আলী (৩২) ও রশিদুল ইসলাম (৪১) কে গ্রেফথার করা হয়। এসময় ভিকটিম জুবায়ের আহম্মেদ সীমান্ত (১৫) কে উদ্ধার করা হয়। পরে আসামিদের তথ্যে মামলার অপর আসামি মেফতাহুল ইসলাম কিরন (৪২) কে গ্রেফতার করা হয়। এসময় মুক্তিপণ দাবিতে ব্যবহৃত মোবাইল ও সীমসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড় ভাই সাইমুন ইসলাম শান্ত (২৮) ঢাকায় পূর্বাশা পরিবহণের কাউন্টারে চাকরি করে। সেই সুবাদে অপহরণ চক্রের মূলহোতা আব্দুর রশিদ (৪১) এর সাথে পরিচয় এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। আসামিরা বাদীর বাড়িতে একাধিকবার বেড়াতেও আসে। গত ৮ মে সকাল ৮ টায় আসামি আব্দুর রশিদ (৪১) বাদীর বাড়িতে বেড়াতে যায় এবং বাদীর বড় ভাইকে খোঁজ করে। একপর্যায়ে বাদীর বড় ভাই বাড়িতে নাই জেনে বাদীর ছোট ভাই ভিকটিম জুবায়ের আহম্মেদ সীমান্ত (১৫) কে চুয়াডাঙ্গা সদর থানাধীন কেদারগঞ্জ পাড়াস্থ আলফালাহ জামে মসজিদের পার্শ্বে কাঁচা রাস্তার উপর কৌশলে ডেকে নিয়ে অজ্ঞাতানামা ৩-৪ জন সহযোগীর সহায়তায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে আব্দুর রশিদের মোবাইলে কল দিয়ে সন্ধ্যার মধ্যে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় ভিকটিমকে ভারতে পাচার করে দিবে বলে হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ভিকটিমের মেজো ভাই ফারুক আহমেদ অন্তর (২৬) বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু আইনে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা দায়ের করে। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মো. মুনীম ফেরদৌস জানান, র‌্যাবের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তি সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও অপহৃতকে মুক্ত করে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর