• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

টিভিতে বিব্রতকর সাক্ষাৎকারের পর সুর পাল্টালেন বিএনপি নেতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে এরইমধ্যে বহিষ্কারের শিকার ফরিদপুরের কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মো. রউফউন্নবী। তবে এবার একটি বেসরকারি স্যাটেলাইট টিভিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার পরে বিব্রত তিনি। তিনি জানান, নির্বাচনী কাজে ব্যস্ততার পাশাপাশি দলের আভ্যন্তরীণ নানা ঝামেলায় মুখ ফসকে তিনি যা বলেছেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এটি আসলে তার মনের কথা নয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রউফউন্নবী এসব কথা বলেন। আগামী ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে প্রার্থী তিনি। সংবাদ সম্মেলনে রউফউন্নবী বলেন, উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্ত তাকে কেউ জানায়নি। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাকে নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে কিছু বলেনি। আর যখন তিনি বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত জানতে পারেন তখন নির্বাচন থেকে সরে আসার মতো পরিস্থিতি ছিল না। তিনি পারিবারিকভাবেই নির্বাচনমুখী। প্রসঙ্গত, এবারের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ফরিদপুরের রউফউন্নবীসহ সারাদেশের ৭৩ জন প্রার্থীকে বহিষ্কার করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর