• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রথমে বন্ধু বানান তারা, এরপর নারীসহ...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

প্রথমে বন্ধুত্ব। এরপর বাসায় ডেকে নিয়ে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ধারণ। সঙ্গে থাকা সবকিছু হাতিয়ে নেয়ার পরও দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। না দিলে দেওয়া হতো বিবস্ত্র সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। অভিযোগের পর অভিযান চালিয়ে এমন একটি চক্রের দুই নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় অপর এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা। এর আগে, শুক্রবার রাতে থানার রূপনগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরের চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. আসিফ, একই এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. মোরশেদ, রাউজান উপজেলার উরকিরচর গ্রামের গোলাম শরীফের ছেলে মো. সাজে শরীফ, সাজে শরীফের স্ত্রী জেসমিন আক্তার, চন্দনাইশ উপজেলার হাজির পাড়া গ্রামের আবদুল করিমের ছেলে মো. আবুল হাসেম, ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পূর্ব ভূজপুর গ্রামের হাজী কবির আহম্মদের ছেলে মো. নাসির উদ্দিন ও বাঁশখালী উপজেলার পুকুরিয়া চা বাগান এলাকার সাহাবুদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন। পুলিশ জানায়, ভুক্তভোগী ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ৩-৪ দিন আগে ইমো অ্যাপের মাধ্যমে আসিফের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। যা ছিল আসিফকে দিয়ে প্রতারক চক্রের প্রতারণার ফাঁদ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুক্তভোগীকে বেড়ানোর কথা বলে রূপনগর আবাসিক এলাকায় যেতে বলেন আসিফ। যাওয়ার পর তাকে সেখানকার একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় নিয়ে যান। বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকে থাকা আরো চার পুরুষ ও দুই নারী মিলে ভুক্তভোগীকে মারধর শুরু করেন। এ সময় তারা ভুক্তভোগীর মোবাইল ও সঙ্গে থাকা এক হাজার ৪৫০ টাকা হাতিয়ে নেন এবং ভুক্তভোগীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করেন। ভুক্তভোগীর কাছে এক লাখ টাকা দাবি করেন তারা। টাকা না দিলে বিবস্ত্র করে ধারণ করা সেই ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ওই সময় সম্মানহানির ভয়ে বিভিন্ন নিকটাত্মীয়ের কাছে ফোন করে টাকা চেয়ে ব্যর্থ হন ভুক্তভোগী। পরে টাকা না পেয়ে অভিযুক্তরা তাকে বাসা থেকে বের করে একটি অটোরিকশায় তুলে দেন। পরবর্তীতে ঘটনার বিষয়টি ভুক্তভোগী বায়েজিদ বোস্তামী থানায় জানালে সেখানে অভিযান চালিয়ে দুই নারীসহ সাতজনকে গ্রেফতার এবং অপর এক ভুক্তভোগীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, প্রতারণার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ওই বাসাটি থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একজনকে উদ্ধার করা হয়। বন্ধুত্বের নামে লোকজনকে আটকে রেখে টাকা আদায় করতেন তারা। এ ঘটনায় মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর