• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চট্টগ্রামে কারখানা থেকে অবৈধ মজুতকৃত ৬শ’ বস্তা চিনি উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় একটি ফার্নিচার কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক আব্দুর রব্বানীকে আটক করা হয়। আটককৃত আব্দুর রব্বানী রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কুচুখাইন এলাকার ফজল আহমেদের ছেলে। শনিবার দুপুরে এ অভিযান চালান কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। তিনি জানান, ৩০ টন ভারতীয় চিনি ফ্রেশ ব্র্যান্ডের নামে প্যাকেট করে মজুত করা হয় ফার্নিচার কারখানাটিতে। যা কয়েকদিনের মধ্যে বাজারে ছাড়া হতো। কারখানা মালিককে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। চিনিগুলো কোথা থেকে কিংবা কীভাবে ভারত থেকে এসেছে তার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আব্দুর রব্বানী বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর