• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাবার মরদেহ দাফনে ট্রেনে বাড়ির পথে আকাশ, পাথরের আঘাতে হাসপাতালে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

বাবার মরদেহ দেখতে বাড়িতে আসার পথে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে আকাশ নামে এক ট্রেনযাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে জামালপুরের বেলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে অন্য যাত্রীরা তাকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত আকাশ সরিষাবাড়ী উপজেলার রামচন্দ্র খালী এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে। আহত আকাশ জানান, তার বাবা শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে তিনি কুমিল্লা থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে জামালপুর আসেন। রাত সোয়া ১১টার দিকে জামালপুর স্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেসে তারাকান্দি স্টেশনের উদ্দেশে রওনা হন। জামালপুর পৌর এলাকার বেলটিয়া অতিক্রমের সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথরটি তার কপালে লাগলে গুরুতর জখম হয়। শনিবার সকাল ১০টায় সরিষাবাড়ী পৌর এলাকার ধানআটা গ্রামে নিজ বাড়িতে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা শান্তা বলেন, ট্রেনে পাথরের আঘাতে আহত আকাশ নামে এক রোগী এসেছিলেন। তার বাবার জানাজা ও দাফনের জন্য তিনি জামালপুর থেকে সরিষাবাড়ীর উদ্দেশে রওনা হলে ট্রেনে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে তিনি আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর