• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মনোহরদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ বকনা বাছুর বিতরণ করা হয়। জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩০ জন প্রান্তিক জেলেদেরকে এই বাছুর দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তেগীরের সভাপতিত্বে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাহফুজ উদ্দিন, মনোহরদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) আজিজুর রহমান সরকার, মনোহরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত হোসেন বাবু সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর