• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ভোলায় জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ মে ২০২৪  

জেলা সদরে আজ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক এক প্রশিক্ষণ’র আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র’র (ক্রিলিক) আওতায় বুধবার সকালে জেলা এলজিইডির হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহিম খলীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডির সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আব্দুল হাকিম। আরো বক্তব্য রাখেন, ইন্সটিটিউশনাল ডেভেলপমেন্ট কনসালটেন্ট (আইডিসি) পরামর্শক মো: বান্দা হাকিম, মো: ফারুক বিশ্বাস, জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, স্থানীয় আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন, সাংবাদিক এম সিদ্দিকুল্লা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। যার প্রভাব বিশ্বব্যাপী এবং মাত্রায় নজিরবিহীন। বৈশ্বিক উষ্ণায়নকে বিশ্বের জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে ধরা হয়। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে, বাংলাদেশকে ধারাবাহিকভাবে বিশ্বের সর্বাধিক দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়। তাই আমাদের জলবায়ু সহিষ্ণু অবকাঠামো তৈরি করতে হবে।এছাড়া এ বিষয়ে নানান মত তুলে ধরেন বক্তারা। প্রশিক্ষণে জেলা ও বিভিন্ন উপজেলার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর