• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ভয়ঙ্কর রূপ ধারণ করা নদী পাড়ি দিলো একদল কিশোর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যখন পুরো দেশ চিন্তিত তখন উত্তাল নদী সাঁতরে পাড়ি দিলো একদল কিশোর। রোববার (২৬ মে) দুপুর ১টার দিকে ঝড়ো বাতাসের মধ্যেই একদল কিশোরকে দেখা যায় সাতক্ষীরার ঘোলা ত্রিমোহনায় ভয়ঙ্কর রূপ ধারণ করা নদী সাঁতরে পার হচ্ছে। এদিকে, উপকূলীয় এলাকাগুলোতে এরই মধ্যে দৃশ্যমান প্রভাব পড়তে শুরু করেছে। অনেক স্থানে নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এক পারে শ্যামনগর আরেক পারে আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রাম। ঐ কিশোররা জানায়, সকালে শ্যামনগরের মাঠে ফুটবল খেলতে গিয়েছিল। পরে বৃষ্টি শুরু হলে ফেরার জন্য নৌকা না পেয়ে সাঁতরে নদী পাড়ি দেয় তারা। অপরদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফুঁসে উঠেছে বঙ্গোপসাগর। জেলায় জেলায় ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হচ্ছে। ক্ষণে ক্ষণে শক্তি বাড়িয়ে আগ্রাসী রূপ ধারণ করছে ঘূর্ণিঝড়। নদীর পানি বেড়ে উপকূল ছাপিয়ে ঢুকে পড়ছে লোকালয়ে, ভেঙেছে বাঁধ। ঘূর্ণিঝড় রেমাল উপকূল অতিক্রমের সময় ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে অতি ভারী বৃষ্টিতে ৫ জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে, বরগুনার কিছু এলাকা প্লাবিত হয়েছে, দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর