• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রায়পুরে সেপটি ট্যাংকে দুই শ্রমিক নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ মে ২০২৪  

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংক পড়ে রবিন ও কাদের নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার রায়পুর পৌরশহরের ফারুকীয়া মাদরাসার সামনে ট্যাংকটি পরিষ্কার করতে নেমে তাদের মৃত্যু হয়। সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু বলে জানান স্থানীয়রা। একইসঙ্গে ঘটনাস্থল থেকে সাকিব হোসেন নামে অপর আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কাদের হোসেন একই এলাকার খোরশেদ আলমের ছেলে ও রবিন হোসেন রিকশাচালক জাকির হোসেনের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপতালের মর্গে পাঠান। রায়পুর থানার ওসি তদন্ত শামসুল আরেফীন, স্থানীয় সোহেল কন্ট্রাক্টর নামের একজনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য কাদের হোসেন ও রবিন হোসেনকে চুক্তিতে ডেকে নেয়া হয়। কিন্তু ট্যাংকে নামার পর তারা আটকা পড়েন। এ অবস্থায় ভবন মালিক ফায়ার সার্ভিসে খবর দেন। পরে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে তাদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর