• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ভোটের ফল ঘোষণার সময় হামলার নেতৃত্ব দেওয়া ডন কারাগারে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

নীলফামারীর ডোমারে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপজেলা পরিষদের হল রুমের আসবাবপত্র ভাঙচুর এবং বিজয়ী প্রার্থীর সমর্থক ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া মনজুর আহমেদ ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৯ মে) দুপুরে থানা-পুলিশ আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, মঙ্গলবার (২৮ মে) রাতে নীলফামারী পৌরসভার কালিতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মনজুর আহমেদ ডন উপজেলার পশ্চিম বোড়াগাড়ী এলাকার মৃত শওকত আলীর ছেলে। তিনি নীলফামারী জেলা পরিষদের ডোমার উপজেলার সদস্য বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি মো. মহসীন আলী। তিনি বলেন, আমরা ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতার করছি। ঐ আসামি পালিয়ে নীলফামারীতে অবস্থান করছিলেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গত ৮ মে বুধবার রাত ৯টার দিকে ডোমার উপজেলা পরিষদের হল রুমে পরাজিত আনারস প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদের ছোট ভাই মনজুর আহমেদ ডনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। পরে রাতেই উপজেলা নির্বাচন কার্যালয়ের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ফারুক হোসেন বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর