• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

লিবিয়ায় ভয়াবহ নির্যাতন, ভিডিও পাঠিয়ে যেভাবে আদায় ১০ লাখ টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

নড়াইলে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন ও ৪শ’ অবৈধ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মানববাচার চক্রের সদস্যরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রামের তরিকুল ইসলাম ও কুবাদ আলী। বুধবার বিকেলে নড়াইল পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, তারেক আল মেহেদী, দোলন মিয়া, ডিবির ওসি মো. ছাব্বিরুল আলম উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউপির নওয়াপাড়া গ্রামের বাসিন্দা আল আমিন শেখ কাজের সন্ধানে লিবিয়ায় যাওয়ার দুই বছর পর মানবপাচার চক্রের কবলে পড়েন। ওই চক্রের ৪-৫ জন সদস্য আল আমিনকে লিবিয়ায় একটি বাড়িতে আটকে রাখেন। এ সময় পাচারকারীচক্রের এক সদস্য লিবিয়া প্রবাসী আল আমিনকে জীবনে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইর ফোনে ১০ লাখ টাকা দাবি করে। আল আমিনের ওপর শারীরিক নির্যাতনের ছবি, অডিও, ভিডিও তার বাড়িতে মোবাইলে পাঠিয়ে দেয়া হয়। নির্যাতনের অমানবিক ভিডিও দেখে তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। এক পর্যায়ে আল আমিনকে বাঁচাতে তার পরিবারের লোকজন ওই প্রতারকের দেওয়া বিকাশ নম্বরে তিনবারে মোট ১০ লাখ টাকা পাঠায়। এদিকে বিকাশে টাকা প্রদানের ঘটনা উল্লেখ করে গত ৬ মে আল আমিনের ছোট ভাই আরিফুজ্জামান বাদী হয়ে লোহাগড়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ডিবি পুলিশ মানব পাচার চক্রের সদস্যদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। জেলা ডিবি পুলিশের একটি দল ২৮ মে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রাম থেকে ৮টি মোবাইল ফোন ও ৪শ’ অবৈধ মোবাইল সিমসহ তরিকুল ও কুবাদকে গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর