• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

জাল ভোট দেওয়ার চেষ্টা, যে সাজা পেলেন তিন যুবক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মে) দুপুরে জেলার বাঞ্চারামপুর ও আশুগঞ্জ উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জেসমিন সুলতানা জানান, বাঞ্চারামপুর উপজেলার রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে আলামিন ও নজরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে জহুরুল ইসলাম নামে একজনকে আটক করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চারদিনের কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একদিনের কারাদণ্ড দেওয়া হয়। ডেইলি-বাংলাদেশ/এমআই

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর