• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শ্রীমঙ্গলে চার সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দায়িত্বে অবহেলার কারণে চার সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্র ও হাউজিং স্টেস্ট ভোটকেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া অফিসাররা হলেন- শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব, সিরাজুন নেহার চৌধুরী ও হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব। দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা বলেন, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছিলাম যেন ভোটার আসার আগে কেউ ব্যালট এ সিল না মারে। কিন্তু তারা আগেই সিল মেরে রেখে দিয়েছিল। পরে ম্যাজিস্ট্রেট এসে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে আমরা কাজ করছি। এখন অব্দি কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার কারণে দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর