• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

শেখ হাসিনা অসহায় মানুষের অধিকার নিশ্চিত করেছেন: এমপি শাওন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন যেকোনো দুর্যোগ মোকাবিলায় মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার আমলেই দেশের অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে। বিশ্ববাসীর কাছেও বাঙালি এখন সম্মানিত।’ বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের স্লুইসগেট এলাকায় ঘূর্ণিঝড় রেমালে প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও এদিন দুপুর পর্যন্ত উপজেলার ফরাজগঞ্জ এবং ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্নস্থানে গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত মোট দেড় হাজার পরিবারের মাঝে চাল, শুকনো খাবার এবং নগদ অর্থ বিতরণ করেন তিনি। অন্যদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, থানার ওসি এসএম মাহবুব উল আলম এবং বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্যাহ মেলকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর