• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

উপজেলা চেয়ারম্যান পদে এমপির স্ত্রীর বিজয়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসী ইসলাম বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফেরদৌসী ইসলাম উপজেলা মহিলা লীগের সভাপতি। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৭ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭৯ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৩ হাজার ৩৮৮ ভোট এবং আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এ কে ফজলুল হক ৮৫৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মাঝে বই প্রতীকে ৩১২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইফতেখার উদ্দিন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. কাদির মিয়া মিস্টার টিয়া পাখি প্রতীকে ২৬ হাজার ২৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া মো. কাজল খান মাইক প্রতীকে ১২ হাজার ৭৭৩, মো: নজরুল ইসলাম ভূঞা তালা প্রতীকে ১১ হাজার ৮২২ ভোট, মো. রফিকুল ইসলাম (মিন্টু) চশমা প্রতীকে ৮ হাজার ৮০৫ ভোট, মো. লিমন ভুঁইয়া উরোজাহাজ প্রতীকে ৬ হাজার ১২৬ ভোট, মো. আবদুল অহাব ভূঞা টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ৫০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী। এর মাঝে হাঁস প্রতীকে ৩৬ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাছিমা সুলতানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে ৩৬ হাজার ৩২৩ ভোট পেয়ে অল্পের জন্য হেরে গেছেন মনি আক্তার। এছাড়া মোসা. ছালমা বেগম ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৫ হাজার ২৮৩ ভোট, মোসা. মাহমুদা আক্তার (হেলেনা) কলস প্রতীকে ১১ হাজার ২৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আজ রাতে উপজেলা মিলনায়তনে নির্বাচনে শিবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ফারিজা নুর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে শিবপুর উপজেলা পরিষদ গঠিত। উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৮ হাজার ৪৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৬ হাজার ৮২৬ টি মহিলা ভোট এক লাখ ৩১ হাজার ৬৩৫টি। এই নির্বাচনে উপজেলার ৯৭টি ভোটকেন্দ্রের মোট ৬১৫ টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়। এতে তিনটি পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৫ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতায় অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলায় ৪০ দশমিক ৭২ শতাংশ ভোট প্রয়োগ করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর