• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথমদিনে ভোট দিয়েছেন ৩২৬১ জন আইনজীবী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ মার্চ ২০২৪  

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের নির্বাচনে আজ প্রথম দিনে ভোট দিয়েছেন ৩২৬১ জন আইনজীবী। নির্বাচন সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এ তথ্য জানান। আজ দুইদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। কাল বৃহস্পতিবারও ভোট গ্রহন চলবে। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। কাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। সকাল থেকে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকরা লাইনে দাঁড়িয়ে ভোটারদের কাছে তাদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। ভোটগ্রহণের জন্য নির্বাচন উপ-কমিটি সুপ্রিম কোর্ট ভবনের অডিটোরিয়ামে ৫০টি বুথ স্থাপন করেছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩ জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর