• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

উৎসবের আমেজে বান্দরবানে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩  

উৎসবের আমেজে বান্দরবানে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি পালন উপলক্ষে নানান কর্মসুচির আয়োজন করে জেলার খ্রীস্টান ধর্মাবলম্বীরা। রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু করে জেলার খ্রীস্টান ধার্মাবলম্বীরা। এরপর সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জাসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকার গীর্জায়গুলিতে আয়োজন করা হয় সমবেত প্রার্থনা। খ্রীস্টান ধর্মাবলম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্যদিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করেন তারা। বান্দরবান সদরে প্রার্থনা পরিচালনা করেন ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জার পুরোহিত ফাদার সুমন পিটার কস্তা, সিএসসি। বড়দিন উপলক্ষে জেলার ৭টি উপজেলার প্রতিটি গীর্জায় কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর