• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়াতে যাচ্ছে এনবিআর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

রপ্তানিকারকদের ব্যয় ও সময় বাঁচাতে বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনও এই লাইসেন্সের মেয়াদ বাড়াতে বিভিন্ন সময় এনবিআরকে জানিয়ে আসছে। সম্প্রতি এনবিআরের কাস্টমস বন্ড উইংয়ের অভ্যন্তরীণ এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়।

সরকারের বিভিন্ন জায়গা থেকে ও বিজিএমইএ, বিকেএমইএ এই লাইসেন্সের মেয়াদ বাড়াতে দীর্ঘদিন ধরে এনবিআরকে জানিয়ে আসছিল। বর্তমানের রপ্তানিকারকদের দুই বছর পর এই লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে নিতে হয়। 

এনবিআর সূত্রে জানা যায়, তিন বছরের লাইসেন্স পেতে হলে রপ্তানিকারকদের লাইসেন্স পাওয়ার পর তিন বছরের মধ্যে দুই বছরের নিরীক্ষা সম্পাদন করা থাকতে হবে। এছাড়া এই তিন বছরের মধ্যে এক বছরের আমদানি-রপ্তানি কার্যক্রম থাকতে হবে। তবে এনবিআর কিছু ঝুঁকির বিষয়েও আলোচনা করে ঐ মিটিংয়ে।

এনবিআর সূত্রে জানা যায়, শতভাগ রপ্তানিমুখী বন্ডেড প্রতিষ্ঠানের প্রত্যেক বছর নিরীক্ষা সম্পাদনের বাধ্যবাধকতা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা করে না। ফলে লাইসেন্সের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হলে নিরীক্ষা সম্পাদনা ব্যাহত হতে পারে, নন কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব ঝুঁকি বাড়বে। তবে কমপ্লায়েন্ট প্রতিষ্ঠানের জন্য বন্ড লাইসেন্স মেয়াদ তিন বছর করা হলে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর