• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রফতানি আয়ে ৫.৭২ বিলিয়ন ডলারের মাইলফলক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

জানুয়ারিতে দেশের পণ্য রফতানি খাত ৫.৭২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ২০২৩ সালের তুলনায় এ বছর আয় বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সাম্প্রতিক তথ্যে এ কথা জানানো হয়। জানুয়ারিতে তৈরি পোশাক (আরএমজি) সর্বোচ্চ ৪.৯৬ বিলিয়ন ডলার আয় করে, যা গত অর্থবছরে ৪.৪২ বিলিয়ন ডলার থেকে ১২.২২ শতাংশে বৃদ্ধি পেয়েছে। ইপিবি তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট রফতানি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে যা ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের হয়েছে। অর্থাৎ, রফতানিতে ২ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জত হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর