• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

রাবিতে ভর্তির আবেদন শুরু বুধবার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে বুধবার (১৫ মার্চ)। চলবে ২৭ মার্চ পর্যন্ত।
মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার বেলা ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে আগামী ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। 

আগেই জানানো হয়েছে এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে (এ, বি, সি) অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক আবেদন থেকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত করা হবে। থাকছে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

যারা আবেদন করতে পারবে:

কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২০২১ ও ২০২২ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, ‘এ’ লেভেল ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। সনাতন পদ্ধতিতে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য https://admission.ru.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর