• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চতুর্থ গণবিজ্ঞপ্তি: প্রতীক্ষার অবসান, ফল প্রকাশে সুখবর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের ফল আগামীকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

ফল প্রকাশের সব প্রক্রিয়া শেষ করে এখন শুধু শিক্ষামন্ত্রীর নির্দেশনার অপেক্ষায় সংস্থাটি। এ প্রসঙ্গে সংবাদমামের সঙ্গে কথা বলেছেন এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান।

তিনি জানান, ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছি। আশা করছি, আগামীকাল চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে পারব।

এদিকে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রবিবার সব জটিলতা শেষ করে চূড়ান্ত ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় এনটিআরসিএ। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার অনুমতি পাওয়ার পর ফাইলটি এখন মন্ত্রীর টেবিলে। মন্ত্রী হ্যাঁ সূচক জবাব দেয়ার সঙ্গে সঙ্গে ফলাফল প্রকাশ করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর