• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ৫টি প্রাথমিক বিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরাদেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় চলমান অস্থিরতার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ওদক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরাদেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে স্থানীয় পরিস্থিতির উন্নতি হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে এসব বিদ্যালয়ে পুনরায় পাঠদান করাসহ বিদ্যালয়সমূহ খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর