• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

উত্তর আমেরিকায় বাংলার রূপকথা ’কাজলরেখা’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মে ২০২৪  

বিদেশের সিনেমায় আমরা তাদের রূপকথা নিয়ে অনেক সিনেমা দেখেছি। এবার বাংলার রূপকথা 'কাজলরেখা' সিনেমা স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায কানাডা ও আমেরিকার বড় পর্দায় চলবে ৩১ মে থেকে। প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার আট ও আমেরিকার সতেরো প্রেক্ষাগৃহে। হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরো থিয়েটার যোগ হতে পারে বলে আশাবাদী আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। ঈদে মুক্তি পেয়ে এখনো দেশের থিয়েটারে চলছে 'কাজলরেখা' সিনেমা। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স এর কোর্সে যুক্ত করা হয়েছে কাজলরেখা সিনেমা। গিয়াস উদ্দিন সেলিম এর সিনেমার অন্যতম আকর্ষণ সিনেমার দুই ডজন গান। সংগীত পরিচালনায় ছিলেন এই সময়ের জনপ্রিয় ইমন চৌধুরী। এ সিনেমায় কাজলরেখা চরিত্রে নতুন দুজন মুখ এসেছেন বড়পর্দায়। ছোট বেলায় সাদিয়া আয়মান আর বড় বেলায় মন্দিরা চক্রবর্তী। সুচকুমার চরিত্রে শরীফুল রাজ উত্তর আমেরিকার দর্শকদের কাছে 'হাওয়া' ও 'পরান' এ কারণে প্রিয় হয়ে উঠছেন। কাকনদাসী চরিত্রে মিথিলা এ সিনেমায় দারুণ প্রশংসা পেয়েছেন দেশে। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকেরসহ অনেকেই।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর