• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১১০ বছর বয়সে চতুর্থ বিয়ে করলেন বৃদ্ধ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

‘প্রেমে পড়া বারণ...’। তবে সে তো কেবলই গানে। বাস্তবে তো প্রেম অবাধ। প্রেম বয়স মানে না, ধর্ম মানে না, উচু-নিচু ভেদাভেদ মানে না। বয়সের তোয়াক্কা না করেই ১১০ বছর বয়সী পাকিস্তানের এক বৃদ্ধ বিয়ে করলেন ৫৫ বছরের এক নারীকে। এ নিয়ে চতুর্থবার সংসার পাতলেন বৃদ্ধ আব্দুল হুনান। 

আব্দুলের বড় ছেলের বয়স ৭০। ছয় ছেলে, ছয় মেয়ে ও এক ডজনের উপর নাতি-নাতনি নিয়ে তার সংসার। পরিবারের মোট সদস্য সংখ্যা ৮৪ জন। তিন জন স্ত্রী থাকা সত্ত্বেও বড় একা লাগত আব্দুলের। তাই সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে কেবল মনের কথা শুনেই তিনি চতুর্থবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল। খুব ছিমছামভাবে বাড়ির সদস্যদের উপস্থিতিতেই বিয়ে সারেন আব্দুল।

বিয়েতে আব্দুলের সব নাতি-নাতনি উপস্থিত ছিলেন। তারা বিয়ের ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। অভিনব সেই বিয়ের ভিডিওটি এখন বেশ ভাইরাল হয়েছে। 

এই বয়সে আবার কেনো তিনি বিয়ের সিদ্ধান্ত নিলেন? আব্দুল হুনানের জবাব, ‘সারা জীবন অনেক পরিশ্রম করেছি। এখন আরামের সময়। বাড়িতে বড্ড একা লাগে। ভাবলাম বিয়ে করে নতুন বৌ আনলে আমার একাকিত্বও কাটবে, আর বাড়িও ভরা থাকবে। ভালোবাসার তো কোনো বয়স হয় না। বয়স তো কেবল সংখ্যামাত্র।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর