• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শীতে পাহাড়ে ছুটছে পর্যটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

শীতকালে ভ্রমণে যাওয়ার প্রবণতা বেশি। এই সময়কেই ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করেন অনেকেই। শীতকালে সফরে বেরিয়ে পড়া যায় সহজেই। বিশেষ করে বান্দরবানে যাওয়ার পরিকল্পনা এখন সবার মনে। এছাড়া মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, নাফাকুম, ডিম পাহাড়, বড় পাথর, রাজা পাথর, তিন্দু, রেমাক্রি জলপ্রপাতসহ আরো অনেক পর্যটন স্পট। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখার নেশায় পর্যটকরা ছুটে আসছে পাহাড়, নদী আর ঝর্ণার জলরাশি উপভোগ করতে। ফলে সব পাহাড়ি পর্যটনকেন্দ্রেই এখন ভ্রমণপ্রেমীদের ভিড়। ঢাকা থেকে বন্ধুদের নিয়ে বান্দরবান ঘুরতে এসেছেন আসমানী আফরোজা। তিনি জানান, দীর্ঘদিন পর বান্দরবানের পর্যটন স্পটগুলোতে ঘুরতে পেরে খুব খুশি তিনি। নীলফামারী থেকে নিলাচলে এসেছেন রাব্বি। তিনি বলেন, প্রকৃতির সৌন্দর্য্যের মোহে বান্দরবান ছুটে এসেছি। যাতায়াতের রাস্তাঘাট এখন আগের চেয়ে উন্নত হয়েছে। চিম্বুক পাহাড় ও ডিম পাহাড় ঘুরে মনটা সতেজ হয়েছে। শৈলপ্রপাত হস্তশিল্প দোকানের মালিক আইরিন বম বলেন, আগের চেয়ে পর্যটক বেড়েছে। আশা করি ব্যবসায় সুদিন ফিরবে। বান্দরবান আবাসিক হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, শীতের এই সময়টাতে মূলত বিভিন্ন জেলা হতে পর্যটকদের আনাগোনা বেশি থাকে। তাই পর্যটন ব্যবসায় কিছুটা চাঙা ভাব থাকে। তিনি আরো বলেন, জেলার প্রায় সব পর্যটন স্পটগুলো খুলে দেওয়ায় পর্যটন সমাগম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সরকারি ছুটি ও বন্ধের দিনে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে দর্শনার্থীদের সমাগম।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর