• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন গ্রাহকরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

একই দিনে হবে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণের কাজ। অফিসে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। গ্রাহকের বাসায় পৌঁছে দেওয়া হবে ড্রাইভিং লাইসেন্স।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে এর উদ্বোধন করা হয়। ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

বিআরটিএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজামান হক জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ফলে সময় বাঁচবে। এছাড়া এ কার্যক্রমের ফলে বাড়িতে বসেই পাওয়া যাবে লাইসেন্স। লাইসেন্স কার্ড প্রস্তুত হলে লাইসেন্স প্রত্যাশীদের বাড়িতে লাইসেন্স পৌঁছানো হবে ডাকযোগে। ফলে সেবাপ্রত্যাশীদের বারবার বিআরটিএ কার্যালয়ে আসতে হবে না।

বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসিফ আহমেদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহজামান হক, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু, সেবাগ্রহীতাসহ অন্যান্যরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর