• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বঙ্গবন্ধু বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত স্থাপন করেন: স্পিকার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-জাপান ঐতিহাসিক সম্পর্কের ভিত স্থাপন করেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়ে এ কথা বলেন স্পিকার। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।


বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জাপান সফর উপলক্ষে এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা অংশগ্রহণ করেন। এ সময় রাষ্ট্রদূত জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্বন্ধে স্পিকারকে অবহিত করেন।

এ নৈশভোজে অংশ নিয়ে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরো জোরদার করা যেতে পারে।


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপির সংগৃহীত জাপানি লেখক তাদামাসা ফুকিউরা কর্তৃক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের বাংলায় অনুদিত ‘রক্ত ও কাঁদা ১৯৭১’ বইটি লেখকের হাতে তুলে দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর