• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

“স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে শিশুদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে শিশু কিশোরদের বেশি বেশি সুস্থ মনন ও  প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে। 

প্রতিমন্ত্রী শুক্রবার সন্ধায় স্বামী বাগ, ঢাকায় বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত 
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে ১৩ তম শিশু কিশোর মনন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে  বিশেষ করে শিশুদের নৈতিক শিক্ষার উন্নয়নে বিশেষ  ধর্মীয় উপাসনালয় ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করছে।  শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে জাতির পিতার দেখানো পথে এগিয়ে যেতে হবে। 

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদ, স্বামীবাগ, ঢাকার সভাপতি সংসদ সদস্য  পংকজনাথেরর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল,
বাবা লোকনাথ ব্রহ্মচারী গবেষণা কেন্দ্রের  পরিচালক শ্রী মোহিনী মোহন চক্রবর্তী, শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের উপদেষ্টা প্রনব চক্রবর্তী প্রমূখ। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর