• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রোমের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা ঢাকার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

ইউরোপের অন্যতম বড় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনকারী দেশ হচ্ছে ইতালি। দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য দুই দেশ একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিনে মোমেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, ‘দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক নিয়ে কাজ চলছে। এ সপ্তাহে আমি একটি আন্তমন্ত্রণালয় সভাও করেছি। তবে দুই দেশের সব স্টেকহোল্ডারদের মাঝে কনসালটেশন এখনও শেষ হয়নি, তবে সম্ভাবনা রয়েছে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা চাই যে বাংলাদেশের কেনাকাটার যে উৎসগুলো রয়েছে, সেগুলোকে বহুমুখীকরণ করতে। মাসখানেক আগে আমি ইতালিতে সফর করেছি। তখনকার বৈঠকে আমরা এ বিষয়টি উল্লেখ করেছি।’ এছাড়া প্রধানমন্ত্রী এর আগে যখন ইতালিতে সফর করেছিলেন, ওই সময়ে তারাও আগ্রহ দেখিয়েছিল বলে তিনি জানান।


মাসুদ বিন মোমেন বলেন, ‘এসব কেনাবেচা যদি বড়মাপে করতে হয়, তখন একটি চুক্তি থাকলে সেফগার্ড করা যায়। সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ইতালির কাছ থেকে এরইমধ্যে আমরা ছোট ছোট অনেক কিছু নিয়েছি। তারা ইউরোপের মধ্যে অন্যতম দেশ—যারা সাবমেরিন, হেলিকপ্টারসহ অনেক কিছু  তৈরি করে। ভবিষ্যতে এ সম্ভাবনা রয়ে যাচ্ছে।’

জ্বালানি সহযোগিতা

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ইতালি সফরে জ্বালানি নিয়ে একটি কাঠামো চুক্তি হবে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘ইতালির সংস্থা ইএনআইর বিভিন্ন দেশে অবস্থান রয়েছে। যেহেতু জ্বালানির ক্ষেত্রে আমরা যথেষ্ট নির্ভরশীল, সেজন্য আমরা বিষয়টি বহুমুখীকরণ করতে চাই।’

তিনি বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে করতে চাই। এছাড়া ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গেও আমাদের যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। রোমের সঙ্গে সমঝোতা স্মারক হলে বিভিন্ন দেশে ইএনআইর যে কার্যক্রম রয়েছে, সেগুলোর মাধ্যমে ভবিষ্যতে জ্বালানি সংগ্রহে বহুমুখীকরণ আমাদের কাজে লাগবে।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর