• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাংলাদেশে ৩ খাতে বিনিয়োগে আগ্রহী চীন: নৌপ্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তৈরি পোশাক খাতে চীন বিনিয়োগ করতে আগ্রহী।
বুধবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীন যে ভূমিকা রাখছে, যেভাবে সহযোগিতা করছে, তা নিয়ে আমাদের কথা হয়েছে। মোংলা বন্দরের আধুনিকায়নে তারা একটি প্রকল্প দিয়েছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চায়, কৃষি শিল্প, তৈরি পোশাক খাতে তারা বিনিয়োগ করতে চায়।

তিনি আরো বলেন, আমাদের শিপিং লাইনে চীনের কাছ থেকে জাহাজ নিয়েছি। আরো চারটি চুক্তি দ্রুত করার বিষয়ে কথা হয়েছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মসৃণ হবে। বাংলাদেশের নৌখাতে আরো বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছি চীন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো বেশি এগিয়ে নিতে চায় চীন। আগামী নির্বাচনের ব্যাপারে তাদের ভূমিকা খুবই পরিষ্কার। তারা চায়, কারা দেশ পরিচালনা করবে দেশের জনগণই তা নির্ধারণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই চান।

নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- আগামী নির্বাচনে বিজয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। এছাড়া মোংলা বন্দরে ৫ হাজার কোটি টাকার প্রকল্প পরিকল্পনা কমিশনে আছে। আমাদের প্রকল্পগুলো ঠিক মতোই চলছে। পৃথিবীর সংকটে মধ্যেও সরকার দেশকে সবক্ষেত্রে এগিয়ে নিচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর