• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাংলাদেশ-সৌদি আরব পারস্পরিক সহযোগিতা চলবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে বিভিন্ন কৌশলগত ইস্যুতে আমরা সৌদি আরবের পাশে থেকে একসঙ্গে কাজ করছি। এ অঞ্চলে এবং এশিয়ায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একে অপরের সঙ্গে কাজ করছি। আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ ও সৌদি আরব পারস্পরিক সহযোগিতা চলমান থাকবে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ্‌র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে হজ ম্যানেজমেন্ট কীভাবে আরো ভালো করা যায়, তা নিয়ে কথা হয়েছে। সৌদিতে হজে যাওয়া অনেকটাই ঝামেলামুক্ত হয়েছে। সৌদিতে যত বড় বড় উদ্যোগ নেয়া হচ্ছে, সেখানে বাণিজ্যিক হাব হিসেবে বাংলাদেশিদের সাইড ফ্রিকোয়েন্সি বাড়ানোর সুযোগ রয়েছে। এ বিষয়েও আমরা আলাপ করেছি।

তিনি আরো বলেন, আমরা অব্যাহতভাবে সৌদি আরবের ইন্ড্রাস্টির সমর্থন পাই। আমাদের হিউম্যান রিসোর্সের শো-কেস হচ্ছে সৌদি আরব। সৌদি আরবে বাংলাদেশি ডায়াসপোরা সবচেয়ে বেশি। সেখানে প্রায় তিন মিলিয়ন বাংলাদেশি আছে। আগামী দিনে পর্যটন খাতে আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

শাহরিয়ার আলম বলেন, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ম্যানুফ্যাকচারিং খাতে আমাদের সম্ভাবনাকে সৌদির সঙ্গে কাজে লাগানোর সুযোগ রয়েছে। সৌদির সঙ্গে অনেক কিছু করার আছে বাংলাদেশের ব্যবসায়ীদের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর