• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

‘পায়রা হবে দেশের প্রথম স্মার্ট বন্দর’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বলেছেন, পায়রা বন্দর একটি অপারেশনাল পোর্ট। এরই মধ্যে এ বন্দর ব্যবহার করে ব্যবসায়ীরা পণ্য আনছেন। অংশীজনের অনুরোধ যে যেভাবে পারেন, এ বন্দরকে সহায়তা করবেন। সরকার যেভাবে অর্থ বরাদ্দ দিচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরাও যেভাবে এগিয়ে আসছেন, তাতে আশা করা যায় ‘রূপকল্প ২০৪১’ এর মধ্যেই পায়রা একটা পূর্ণাঙ্গ স্মার্ট বন্দরে পরিণত হবে। 

বৃহস্পতিবার পায়রা বন্দরের কনফারেন্স রুমে অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বন্দরের চেয়ারম্যান। সভার শুরুতে বন্দর নিয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন উপসচিব আতিকুল ইসলাম। এ সময় আধুনিক সুবিধাসহ ব্যবসায়ীবান্ধব স্মার্ট বন্দর হিসেবে সুযোগ-সুবিধা প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন অংশীজনরা। তারা বলেছেন, বন্দর এলাকায় জেটি, স্থাপনা নির্মাণ ও ব্যবহারবিধি তৈরি, এজেন্ট অপারেটর তালিকাভুক্তি, শ্রমিক সরবরাহ-সংক্রান্ত নীতিমালাসহ সুযোগ-সুবিধা বাড়ালেই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবেই এ বন্দর ব্যবহারে আগ্রহী হবেন।

এ সময় জুমে সংযুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ আরিফ, পরিচালক মামুনুর রশিদ, বন্দর ইউনিয়ন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ মিঠু, অতিরিক্ত কমিশনার খুলনা কাস্টম ও ভ্যাট সফিউজ্জামান। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) রাজিব ত্রিপুরা, ক্যাপ্টেন জাহিদ হোসেন (হারবার অ্যান্ড মেরিন), পায়রা কাস্টমের ডেপুটি কমিশনার আলী রেজা, সিএনএফ এজেন্ট আবু তালেব সিদ্দীকি, মিরাজ মাহামুদ, স্থানীয় জেটি- ঘাটের প্রতিনিধি আতিকুর রহমান, আবু হানিফ প্রমুখ। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর