• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

উৎপাদনে গেল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩  

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে।
বন্ধ হওয়ার দিন পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।  
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (ডিজিএম) মো. আনোয়ারুল আজিম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- গতকাল বিকেল থেকে  ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। অল্প সময়ের মধ্যে অপর ইউনিটটি চালু হবে।
এর আগে গত ৫ নভেম্বর সকাল সোয়া ছয়টায়  যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর