• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সড়ককে নিরাপদ করতে দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে হবে: মেয়র আতিক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সড়ককে নিরাপদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে গাড়ি চালাতে হবে। রোববার রাজধানীর গুলশানে ডিএনসিসির নগরভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র আতিক বলেন, ঢাকায় ছোট গাড়ির আধিক্য যানজটের অন্যতম কারণ। আবার যানজট থেকে মুক্ত হলে বেপরোয়া গতি লক্ষ্য করা যায়। যান্ত্রিক যানগুলো জেব্রা ক্রসিং ও সিগনালে সঠিকভাবে থামালে পথচারীদের সড়ক পারাপারে ঝুঁকি কমে আসবে। এছাড়া ঢাকার অনেক সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ রয়েছে। সেগুলো ব্যবহারেও পথচারীদের ঝুঁকি কমে আসবে। তিনি আরো বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সড়ক সমূহকে নিরাপদ করার জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটিসহ সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি। বিশেষত, ডিএনসিসি ব্লুমবার্গ ফিলানথ্রপিস’র বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। এর আওতায় ঢাকা উত্তরের জনগণের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে ফুটপাত নির্মাণ, জেব্রা ক্রসিং অঙ্কনসহ অবকাঠামোগত উন্নতি, ট্রাফিক ব্যবস্থাপনার সমন্বয় এবং জনসচেতনতামূলক প্রচারণার পদক্ষেপ নেয়া হচ্ছে। ডিএনসিসি মেয়র বলেন, আমাদের এ প্রচেষ্টায় সবার সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষত, সড়ক ব্যবহারে আমাদের আরো সতর্ক হতে হবে, ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে। পথচারী, সাইকেল চালক, রিকশাসহ সব পরিবহনের যাত্রী ও চালকদের জন্য সড়ক নিরাপদ হোক। আসুন আমরা দায়িত্বের সঙ্গে গাড়ি চালাই। সড়ককে নিরাপদ হিসেবে গড়ে তুলি। এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র পরিচালক (সড়ক নিরাপত্তা) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ডিএমপি’র যুগ্ম-কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান, ডিএনসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, ডিটিসিএ’র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মো. মামুনুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রশিদ প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর