• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেট্রো থামল টিএসসিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, হাফপাসের দাবি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রোরেলের স্টেশন চালু হয়েছে। দিনটির জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই বুধবার সকালে টিকিট বিক্রি শুরুর আগে থেকেই টিএসসি স্টেশনে ভিড় করেন শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্টেশনটি। বুধবার সকাল সাতটা ৩৬ মিনিটে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি স্টেশনে প্রথম ট্রেন থামে। এর মধ্য দিয়েই চালু হলো টিএসসি স্টেশন। সকাল সাতটায় গেট খুললেও টিকিট বিক্রি শুরু হয় সাতটা ৩০ মিনিটে। নতুন এ স্টেশন চালু হওয়ায় খুশি ছাত্র-ছাত্রীরা। মিরপুর ও উত্তরা থেকে যারা নিয়মিত ঢাবি ক্যাম্পাসে ক্লাস করতে আসেন, তাদের জন্য এ দিনটি বহুল প্রতীক্ষিত। মিরপুরের বাসা থেকে সকাল সাতটায় বের হয়ে মেট্রোরেলে ক্যাম্পাসে আসেন এক শিক্ষার্থী। তিনি আটটার ক্লাসে সময় মতো উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীরা জানান, এর মধ্য দিয়ে যানজটের ভোগান্তি কমবে। রাস্তায় যানজটে যে সময়টা নষ্ট হয়ে যেত, এখন সেটা পড়াশোনার জন্য দেওয়া যাবে। পড়াশোনার পাশাপাশি যেসব শিক্ষার্থী টিউশনি করেন, মেট্রোরেল তাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। আরেক শিক্ষার্থী বলেন, ছাত্র হিসেবে সবসময় আমাদের খরচের বিষয়টা মাথায় রাখতে হয়। মেট্রোরেল আমাদের জন্য ব্যয়বহুল হলেও যাতায়াতের ব্যবস্থা এবং সময় বিবেচনায় এই স্টেশনটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। টিএসসি স্টেশন থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ ধরেই সপরিবারে উত্তরা থেকে ঘুরে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম। ফিরে এসে তিনি বলেন, যাত্রাটি আনন্দদায়ক ছিল। আমার অত্যন্ত গর্ববোধ হচ্ছিল। আমাদের দেশে মেট্রোরেলের মতো আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আসার সময় দেখলাম, ট্রেন পুরোটা মানুষে ভর্তি। অফিসগামীদের চোখেমুখে উচ্ছ্বাস। এটা আমাদের দেশে একটি যুগান্তকারী ঘটনা। দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবি জানিয়ে ড. আবদুর রহিম বলেন, প্রধানমন্ত্রী অনেক মানবিক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করব, শিক্ষার্থীরা যাতে হাফ পাস পায়। শিক্ষার্থীদের উত্তরায় যাওয়া-আসা বাবদ ১৮০ টাকা লাগবে। যেটা অনেকের পক্ষে সম্ভব না। আশা করি, ধীরে ধীরে শিক্ষার্থীদের জন্য এটা আরও সহনশীল পর্যায়ে চলে আসবে। মেট্রোরেলের বিজয় সরণি স্টেশনও বুধবার চালু হয়েছে। এর মধ্য দিয়ে চালু হয়নি এমন স্টেশন রয়ে গেছে মাত্র দুটি- কাওরান বাজার ও শাহবাগ স্টেশন। আগামী জানুয়ারির মাঝামাঝি যে কোনো দিন স্টেশন দুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ গত ৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে বর্তমানে মতিঝিল পর্যন্ত বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে আটটা পর্যন্ত চলছে মেট্রোরেল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর