• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

বৈশ্বিক বিভক্তিতেও বাংলাদেশ তার নীতিতে অটল থাকবে:পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা চাপ ছিলো, তা উতরে গেছে সরকার। তবে বৈশ্বিক বিভক্তি থাকলেও বাংলাদেশ তার নীতিতে অটল থাকবে। সব দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বলেও জানান তি‌নি। রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী ব‌লেন, আমাদের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আমাদের নিজস্ব কিছু নীতিও রয়েছে। আমরা সেসব নীতিতে সবসময়ে অটল থাকবো। তবে কারো সঙ্গে বৈরি সম্পর্কে জড়াবো না। হাছন মাহমুদ ব‌লেন, আগের মন্ত্রণালয়ে সবার থেকে বিদায় নিয়ে এসেছি। ওখানের সবার চেহারা দেখে দুঃখ ভারাক্রান্ত ছিলাম। তাদের দেখে আমার চেহারা মলিন হয়ে গেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর