• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

নিজের এলাকা নিজেরা পরিষ্কার রাখতে হবে: মেয়র আতিক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৪  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা যদি রাস্তায় ময়লা না ফেলি তাহলে বাচ্চারাও ময়লা ফেলবে না। নিজের এলাকা আমরা নিজেরা পরিষ্কার করলে শহর ভালো থাকবে। সেই সঙ্গে আমরাও ভালো থাকবো। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা সেক্টর-৪ বাংলাদেশ ক্লাব লি. সংলগ্ন সড়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ফিরে দেখা অমর একুশ-২০২৪’ শিরোনামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সড়ক আলপনা, মহান একুশের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, আমরা নিজের ঘর যেভাবে পরিষ্কার করি ঠিক সেভাবে পাড়া-প্রতিবেশী মিলে আমরা এলাকা পরিষ্কার করবো। অনুরোধ করি উত্তরা কল্যাণ সমিতি ও অন্য সব অঙ্গ সংগঠন মিলে সবাই আমরা আমাদের আঙিনা পরিষ্কার করবো। আমরা যদি সবাই মিলে একদিন পরিষ্কার করি এটাই হবে ইতিহাস। এটি দেখে সবাই শিখবে। আমরা সবাই মিলে একটি এলাকা পরিষ্কার করলাম। আরেকদিন আরেকটা এলাকা পরিষ্কার করলাম। এরকম করেই পরিষ্কার করতে হবে। সরকার পরিষ্কার করবে না। মেয়র বলেন, আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে শহরকে পরিষ্কার করতে হবে। শহর থেকে শুধু নিচ্ছি আর নিচ্ছি। কিন্তু এই শহরকে কিছু দিচ্ছি না। আমাদের প্রতিজ্ঞা করতে হবে এই ভাষার মাসে মাটিতে ময়লা ফেলবো না, খাল দখল করবো না, আমাদের এলাকার আমরা পরিষ্কার করবো।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর