• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রাজধানীতে ৬ কোটি টাকার খাস জমি উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪  

ঢাকা জেলা প্রশাসনের কদমতলী থানায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি উদ্ধার করে জেলা প্রশাসন। উদ্ধার করা খাস জমির পরিমাণ ৩১.৬৮ শতক। 

সূত্র জানায়, ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশে মতিঝিল রাজস্ব সার্কেলের কদমতলী মৌজার ১ নম্বর খতিয়ানের সিটি ২৯৩২ নম্বর দাগের ৩১.৬৮ শতক জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বর্তমান বাজার দর প্রায় ৬ কোটি টাকা।

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান অভিযান চালিয়ে এই খাস জমি উদ্ধার করেন।  

ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা জেলার দামি সরকারি খাস জমি বিভিন্ন দখলদাররা অবৈধভাবে দখল করে আছেন। এসব জমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর