• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চট্টগ্রামে দু’দিনব্যাপী ইনোভেশন শো-কেসিং শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

কেউ দেখাচ্ছে ই রেভিনিউ সিস্টেম, কেউ জানাচ্ছেন কৃষকের আঙ্গিনা সম্পর্কে, আর কেউ নিয়ে এসেছে ই-টিকেটিং ব্যবস্থা, ভূমি ক্রয়-বিক্রয় দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজীকরণ ও ওয়ারিশ সনদ প্রদান, কেউ বা জানাচ্ছেন অনলাইলন বিলিং সিস্টেম সম্পর্কে, আবার কেউ স্মার্ট পোল্ট্রি ফার্ম সম্পর্কে। চট্টগ্রাম বিভাগের মাঠ পর্যায়ের এমন অসংখ্য উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে নগরীর শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী বিভাগীয় পর্যায়ের ‘ইনোভেশন শো-কেসিং’ আজ শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ইনোভেশন শো-কেসিং উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা, উপজেলা, সরকারি ও বেসরকারি মোট ১৯ টি প্রতিষ্ঠান ইনোভেশন শোকেসিং-এ অংশ নিয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বলেন, সুশাসনকে সুসংহত করতে কিছু টুল’স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন সেবার মান উন্নয়ন, নাগরিক সেবাকে সহজ ও জনবান্ধব করা, সেবাগুলোকে জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ করা। টুল’সগুলোর মূল উপজীব্য হচ্ছে ইনোভেশন। এছাড়াও এসডিজি’র কথা আমরা সবাই শুনেছি। এসডিজি ১৬ দশমিক ৬ অনুচ্ছেদে বলা আছে, সরকারের সেবায় জনগণের সন্তুষ্টি বিধান করতে হবে। এর অর্থ ইনোভেশন শুধু বাংলাদেশে নয় বৈশি^ক পরিম-লেও স্বীকৃত। তাই ইনোভেশন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব হবে না। অতিরিক্ত সচিব আরো বলেন, সরকার ইনোভেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। ইনোভেশনকে প্রাতিষ্ঠানিক রূপদানের ফলে সেবা সহজীকরণে অনেক কিছু উদ্ভাবন করা সম্ভব হয়েছে। এর সুফল পাচ্ছে দেশের সাধারণ জনগণ। কৃষকের জানালা, জমির ই-নামজারি, জমির খাজনা প্রদান, অনলাইন জিডি, ই-পাসপোর্ট, ই-টিকেটিং, স্থায়ী বাসিন্দা সনদ অনলাইন ভেরিফিকেশন, প্রবাসীকল্যাণ ডেস্ক ও হটলাইন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ই-লার্নিং সিস্টেম ও ই-লার্নিং সেন্টার স্থাপনসহ অসংখ্য মাধ্যমে দেশের জনগণ কম সময়ে, কম টাকায়, ঘরে বসে সেবা নিতে পারছে। বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক ও সিপি অধিশাখার যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর