• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে বজ্রপাতে ১ শ্রমিক নিহত, আহত ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ মে ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে খরকা বিলে ২১ মে সন্ধ্যা ৬টার দিকে ড্রেজারে মাটি কাটার সময় বজ্রপাতে একজন শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহত শ্রমিক জহুরুল ইসলামের (২৫) বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা সুনাময়ী গ্রামে বলে জানা গেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সহকারী মেডিকেল অফিসার শামীমা নাসরিন আহত শ্রমিকের বরাত দিয়ে জানান, শ্রমিকেরা উপজেলা পরিষদের কাছে খরকা বিল থেকে ড্রেজারে মাটি তোলার কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে শ্রমিক জহুরুল ইসলাম নিহত ও অপর শ্রমিক ফয়সাল (২৫) ও রহুল আমীন আহত হয়। তাদের বাড়ি ময়মনসিংহ ও কিশোরগঞ্জ বলে জানা গেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর