• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীকে অপরাধমুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন ওসি মহব্বত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

পুলিশের নাম শুনলেই ভয় পায় সাধারণ মানুষ। মনে প্রশ্ন জাগে ঘুষ দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। ভ্রান্ত এই ধারনাকে জনগনের মাঝ থেকে মুছে দিতেই দালালমুক্ত, ঘুষমুক্ত উন্মুক্ত থানা গড়ে তুলেছেন সরিষাবাড়ীর থানার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। 

এখন থানায় যেতে বা মামলায় কোন দালাল ধরতে হয় না। সরাসরি ওসির সাথে কথা বলে সাধারণ মানুষ খুব সহজেই পেয়ে যান আইনী সমস্যার সমাধান। সেই সাথে সন্ত্রাসী ও মাদকমুক্ত উপজেলা গড়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সরিষাবাড়ীতে কর্মরত পুলিশ সদস্যরা। জানা যায়, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ এর নির্দেশনায় জেলার প্রতিটি থানায় এসেছে পরিবর্তন। কমেছে সাধারণ মানুষের হয়রানী। প্রতিটি থানায় মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ চেয়ারের ব্যবস্থা। পুলিশ সুপারের নির্দেশনায় সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবীর এর সহযোগিতায় এখন আগের মতো অপরাধপ্রবণ এলাকা সরিষাবাড়ী আর নেই। দীর্ঘদিনের চিত্র পাল্টে গেছে থানা থেকে শুরু করে উপজেলার প্রতিটি স্তরে। পুলিশের এমন ভূমিকা দেখে সাধারণ মানুষ এখন আর আইনী সহযোগিতা নেওয়ার জন্য দালালদের পিছু ঘুরেন না। সরিষাবাড়ীতে সন্ত্রাস ও মাদকের প্রবণতা কমে যাওয়ায় চুরি, ছিনতাই, ডাকাতিও কমেছে অনেকাংশে। জানা যায়, ওসি মহব্বত কবীর গত ০৮/০৭/২০২২ইং তারিখে অফিসার ইনচার্জ হিসেবে সরিষাবাড়ী থানায় যোগদান করেন। মাত্র যোগদানের ১ বছরেই থানায় এসেছে ব্যাপক পরিবর্তন। সাধারণ মানুষ তাদের আইনী সহায়তা পাওয়ার জন্য কোন প্রকার দালাল ছাড়াই প্রতিনিয়ত ভীর জমাচ্ছেন সরিষাবাড়ী থানায়। খুব সহজেই পেয়ে যাচ্ছেন তাদের প্রতিকার। সহজেই আইনী সুবিধা পাওয়ায় ওসি মহব্বত কবীরকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। আইনী সহায়তা নিতে আসা সাধারণ মানুষদের সাথে কথা বলে জানা যায়, এখন আর থানায় হয়রানী হতে হয় না। কাউকে দিতে হয় না ঘুষ। সরাসরি ওসি সাহেবের সাথে কথা বলে মামলা সহ সকল আইনী সহযোগিতা পাওয়া যায়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, থানায় মামলা করতে এখন আর দালাল ধরতে হয় না। যার যে সমস্যা সরাসরি এসে অভিযোগ দায়ের করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পুলিশি সকল সেবা জনগনের দোরগোরায় পৌছে দেওয়ার দায়িত্ব পালন করছি আমি। এছাড়া আমি চাই সকলের সহযোগিতা ও দোয়া।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর