• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩  

জামালপুরে পৌরসভাসহ সদর উপজেলার দুটি ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।

শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় পৌরসভার শেখেরভিটায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

উদ্বোধন উপলক্ষে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোক্তার হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা মো. শফি আফজালুল আলম।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভর্তুকি মূল্যে এ পণ্য কিনতে পারবেন। এর ধারাবাহিকতায় জামালপুরে এই কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, জামালপুর পৌরসভার ৩, ৫ ও ১১ নম্বর ওয়ার্ডসহ সদর উপজেলার মেস্টা ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড, বাঁশচড়া ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ পণ্য বিক্রি করা হচ্ছে। ওয়ার্ডগুলোতে মোট ৮ হাজার ৫১৭ জন কার্ডধারী ভোক্তারা পাবেন টিসিবির এই পণ্য।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর