• বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ঘাস চাষিদের মাঝে নগদ অর্থপ্রদান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাকসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী, হাতিভাঙ্গা, পাররাম রামপুর ইউনিয়নের ৬ জন ঘাস চাষির মাঝে নগদ অর্থ এবং সাইনবোর্ড হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ নাঈম মিয়া, সুবিধাভোগীরা জানান এই সহায়তা আমাদের গবাদী পশুপালনে অত্যন্ত কাজে লাগবে, এর আগের পর্বে ৫টি ইউনিয়নে ১০ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর