• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নিজ বাড়ি রেখে ভাড়া বাসায় মাদক ব্যবসা করতেন আলম

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

জামালপুরের সরিষাবাড়িতে ২২০ ইয়াবাসহ আলম মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আলম ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্জারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমকে শুক্রবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ইস্পিঞ্জারপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে সরিষাবাড়ী পৌর এলাকার বীর ধানাটা গ্রামের টিএনটি মোড়ে মোফাজ্জল মাস্টারের চারতলা বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করে আসছিলেন। সেই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীরের দিক-নির্দেশনায় এসআই হান্নানের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম, এএসআই শাহাদাত, এএসআই জহির রায়হানের সহযোগিতায় অভিযান চালিয়ে ২২০ ইয়াবাসহ আলম মিয়াকে গ্রেফতার করা হয়। পরে থানার এসআই হান্নান বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। 

ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, আলম মিয়া ধনবাড়ী থেকে এসে ভাড়া বাসায় মাদক ব্যবসা করতেন। তাকে গ্রেফতারের পর জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর