• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩  

জামালপুরের বকশীগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন পরিবারের সদস্যরা বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, পরিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। মৃত আশরাফুল ইসলাম উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে। সোমবার সন্ধ্যার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, বগারচর গ্রামের মো. আশরাফুল ইসলাম সোমবার দুপুর ২টার দিকে তার নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন ‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য’। এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম। এ সময় বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সন্ধ্যার দিকে সেখানেই মারা যান আশরাফুল ইসলাম। বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, কী কারণে তিনি এমন স্ট্যাটাস দিয়ে বিষপান করেছেন সেটা আমরা জানি না। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর